শেয়ারবাজারে পাঁচ রেকর্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) গতকাল পাঁচটি নতুন রেকর্ড হয়েছে। সাধারণ সূচক, সার্বিক সূচক, লেনদেন, লেনদেনকৃত শেয়ারসংখ্যা ও মূলধনের এ রেকর্ড হয়েছে। বাজারবিশ্লেষকদের মতে, এ রেকর্ডে কারণ ছিল মামলার খবর ও গ্রামীণফোনের শেয়ারের দর বৃদ্ধি।
গতকাল দিনের শুরুতে পুঁজিবাজরের প্রধান খবর ছিল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এসইসির আপিলের শুনানি হবে আজই (গতকাল)। কিন্তু দুপুর ১২টার আগেই খবর রটে যায় আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যতালিকায় এসইসির লিভ টু আপিল আবেদন নেই। এ খবরে চাঙ্গা হয়ে ওঠে পুঁজিবাজার। গতকাল চেম্বার জজ আদালতে এ মামলাটি কার্যতালিকাভুক্ত করা হয়নি। তবে এ মামলার শুনানির জন্য রিট আবেদনকারীর আইনজীবীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। এদিকে এ মামলার খবরের সঙ্গে যুক্ত হয় পুঁজিবাজারের সর্ববৃহৎ কম্পানি গ্রামীণফোনের শেয়ারের দর বৃদ্ধি। গতকাল এক দিনে এ কম্পানির শেয়ারের দর বেড়েছে ১২ টাকা বা ৪.৪৩ শতাংশ। এর লেনদেন শুরু হয় ২৩৮ দশমিক ১০ টাকা দিয়ে। শেষ হয় ২৫০ টাকায়। এর ফলে শুধু গ্রামীণফোনের কারণে সূচক বাড়ে ৪২ পয়েন্ট।
গতকাল সাধারণ মূল্যসূচকের নতুন রেকর্ড হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৬ পয়েন্ট বেড়ে গতকাল ৭২২৩.৪৮ পয়েন্টে স্থির হয়। আগের দিন বৃহস্পতিবার সাধারণ মূল্যসূচক ছিল ৭০৯৭.৩৮ পয়েন্ট। গতকাল লেনদেনেও নতুন রেকর্ড হয়েছে। লেনদেন হয়েছে দুই হাজার ৪৮৯ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকা। এর আগে গত ১৬ জুন লেনদেনের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। সেদিন লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৪৮৬ কোটি চার লাখ ৩৭ হাজার টাকা। রেকর্ড হয়েছে লেনদেনকৃত শেয়ারসংখ্যায়। গতকাল শেয়ার দুই লাখ ৯৯ হাজার ২২২ বার লেনদেন হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল দুই লাখ ৮৪ হাজার ৬৪৯ বার। ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে গতকাল ৬০৩১.৪৭ পয়েন্টের নতুন রেকর্ড হয়েছে। বাজার মূলধনেও গতকাল নতুন রেকর্ড হয়েছে। গতকালের রেকর্ড বাজার মূলধনের পরিমাণ ছিল তিন লাখ ১৬ হাজার ৩৫৫ কোটি ৬৪ লাখ ৭২ হাজার ৭৪৭ টাকা। আগের দিন এ রেকর্ড ছিল তিন লাখ ১১ হাজার ৩২৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ব্যাংক খাতের ৩০ কম্পানির মধ্যে ১৪টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১৪টির। দুটির দাম অপরিবর্তিত থেকেছে। আর্থর্িক প্রতিষ্ঠানের ২১টি কম্পানির মধ্যে ২০টি দর বেড়েছে। বীমা খাতের ৪৪টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির। এ ছাড়া দর বৃদ্ধির ধারায় ছিল বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, বস্ত্র, সিমেন্ট ও সিরামিক খাত। বিপরীতে দর কমেছে ওষুধ ও রসায়ন, আইটি খাত ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকালের বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন কালের কণ্ঠকে বলেন, বাজার ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ ছিল মামলার খবর। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের বিভিন্ন কম্পানির রাইট বা লভ্যাংশ ঘোষণার খবরেও এ খাতের কম্পানিগুলো চাঙ্গা হয়ে ওঠে।
এদিকে গতকাল থেকে ২৫ কম্পানিকে ডিএসইর মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসি মার্কেটে পাঠানো হয়েছে। এসব কম্পানির একটিরও কোনো লেনদেন হয়নি। এ ছাড়া রেকর্ড ডেট থাকার কারণে আরো কয়েকটি কম্পানির লেনদেন স্থগিত ছিল। এর ফলে আগের দিনের লেনদেনকৃত কম্পানির সংখ্যা ২৭৬ থেকে কমে গতকাল ২৪৪টিতে দাঁড়িয়েছিল। এ ২৪৪টি কম্পানির মধ্যে গতকাল দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি কম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে গতকালের শীর্ষ ১০ কম্পানি হলো_বিএসআরএম স্টিল, পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, কর্ণফুলী ইনস্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, পাওয়ার গ্রিড লিমিটেড, ডেসকো লিমিটেড, বেঙ্মিকো লিমিটেড, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।
অন্যদিকে দর বৃদ্ধিতে প্রধান ১০ কম্পানি হলো_কর্ণফুলী ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, বিডি ফাইন্যান্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, নিটোল ইনস্যুরেন্স, আইপিডিসি, অগ্রণী ইনস্যুরেন্স ও এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্স। দাম কমার শীর্ষে প্রধান ১০ কম্পানি হলো_আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, মুন্নু ফেবিঙ্, ঢাকা ফিশারিজ, মেঘনা পেট্রোলিয়াম, চিটাগাং ভেজিটেবল, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, দেশ গার্মেন্ট, সাভার রিফেক্টরিজ ও আনোয়ার গ্যালভানাইজিং।
0 comments:
Post a Comment