পরিচালকদের শেয়ার লেনদেনের তথ্য দেয়নি:ছয় কম্পানিকে নোটিশ দিয়েছে এসইসি
নির্ধারিত সময়ের মধ্যে কম্পানির পরিচালক বা স্পন্সরদের শেয়ার লেনদেনসংক্রান্ত তথ্য জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কম্পানিকে সতর্ক নোটিশ পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। কম্পানিগুলো হলো_আশরাফ টেঙ্টাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি প্লান্টেশন, সজীব নিটওয়ার, কাশেম সিল্ক ও কাশেম টেঙ্টাইল। গতকাল এই ছয়টি কম্পানিকে চিঠি পাঠানো হয়েছে। আরো তিন কম্পানিকে এ ধরনের সতর্ক নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিকে প্রতি মাসের কম্পানির পরিচালক ও স্পন্সরদের শেয়ার বেচাকেনাসংক্রান্ত তথ্য-পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। এ তথ্যের কোনো পরিবর্তন না হলেও তা জানানোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কম্পানির প্রতি এসইসির নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে এসইসির মুখপাত্রের দায়িত্ব পালনকারী নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূইয়া গতকাল কালের কণ্ঠকে বলেন, প্রায় ৯টি কম্পানি গত আগস্টের পর থেকে পরিচালকদের শেয়ার লেনদেনসংক্রান্ত কোনো তথ্য এসইসিতে জমা দেয়নি। সে কারণে এসব কম্পানিকে সতর্কতা নোটিশ পাঠানো হচ্ছে।
0 comments:
Post a Comment