পরিশোধিত মূলধন বাড়াতে আবেদন করেছে মাল্টি সিকিউরিটিজ
মাল্টি সিকিউরিটিজ লিমিটেড তাদের পরিশোধিত মূলধন বাড়াতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন করেছে। এ কোম্পানির পরিশোধিত বর্তমান মূলধন রয়েছে ১০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। নতুন পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৭৫ লাখ টাকায় উন্নীত করতে কোম্পানিটি এ আবেদন করে।
কোম্পানি তার শেয়ারহোল্ডারদের ২২৬ শতাংশ বোনাস শেয়ার দেবে। প্রত্যেক শেয়ারহোল্ডার ১০০ শেয়ারের বিপরীতে ২২৬টি বোনাস শেয়ার পাবেন।
গত ৮ সেপ্টেম্বর মাল্টি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল এসইসির চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন। এ ব্যাপারে আবদুল আউয়াল সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব ইক্যুইটি বাড়াতেই পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য এসইসিতে আবেদন করেছি। মাল্টি সিকিউরিটিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এখনও আমরা এ বিষয়ে কোনো চিন্তা-ভাবনা করছি না। ভবিষ্যতে দেখা যাবে।’
0 comments:
Post a Comment