মেট্রো স্পিনিংয়ের ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা
২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে মেট্রো স্পিনিং লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ ২০০৯-১০ অর্থবছরে শেয়ারহোল্ডাদের এ বোনাস শেয়ার ঘোষণা দেয়। কম্পানির ৫৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ আবদুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০০৯-২০১০ অর্থবছরের ২০% বোনাস শেয়ার (প্রতি ৫০০ শেয়ারের বিপরীতে ১০০টি শেয়ার) প্রদানের সিদ্ধান্ত হয়। আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কম্পানির ১৫তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ অক্টোবর। সভায় ২০০৯-২০১০ অর্থবছরের নিরীক্ষিত হিসাবও অনুমোদন করা হয়। ২০০৯-১০ অর্থবছরে কম্পানির মোট বিক্রি ছিল ৬৩ দশমিক ৩৯ কোটি টাকা। একইসঙ্গে এ সময়ে কম্পানির করপূর্ব নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৮ কোটি টাকা ও কর-পরবর্তী মোটা মুনাফা হয়েছে ১৩ দশমিক ২৩ কোটি টাকা। ইপিএস অর্জিত হয়েছে ৩ দশমিক ৮৪ টাকা। বছরশেষে কম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ ৯১ দশমিক ১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ২৮ দশমিক ৭৫ টাকা।
0 comments:
Post a Comment