বিনিয়োগকারীদের ১৫৪ কোটি টাকা আটকে যাচ্ছে :রবিবার থেকে ওটিসি মার্কেটে ২৫ কম্পানি
কাগুজে শেয়ার থেকে ইলেক্ট্রনিক শেয়ারে রূপান্তরে (ডিমেট) ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫টি কম্পানিকে আজ হতে তালিকা থেকে বাদ দিয়ে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পাঠানো হচ্ছে। গতকাল ৩০ সেপ্টেম্বর ছিল ডিমেটে রূপান্তরের শেষ দিন। এ সময়ের মধ্যে ২৫টি কম্পানি ডিমেট করতে ব্যর্থ হয়। ফলে আজ ১ অক্টোবর থেকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী এ কম্পানিগুলোকে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসি মার্কেটে পাঠানো হচ্ছে। এ কারণে এসব কম্পানিতে বিনিয়োগকারীদের ১৫৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার ৪৪১ টাকা আটকে যাচ্ছে।
এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বিনিয়োগকারীদের অনেক টাকা আটকে যাবে_এ প্রশ্নের জবাবে বলেন, যেসব কম্পানি ডিমেট করতে ব্যর্থ হয়েছে, তাদের জরিমানা করা হবে। তবে ওটিসিতে পাঠানোর পর যেসব কম্পানি ডিমেট করবে, তাদের আবার মূল মার্কেটে ফিরে আসার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, লোকসানি কম্পানির শেয়ারহোল্ডারদের বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার জন্য আদালতে মামলা করার ক্ষমতা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের এসইসি চিঠি দিয়েছে। এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লোকসানি এসব কম্পানির স্থাবর সম্পদ বিক্রির জন্য মামলা করার অনুমোদন পেলে শেয়ারহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার সুযোগ পাবে এসইসি। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ডিমেট করতে না পারায় ২৫ কম্পানিকে আজ থেকে ওটিসিতে পাঠানো হচ্ছে। ওটিসি মার্কেটে পাঠানো তালিকাচ্যুত ২৫টি কম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এ কারণে এসব কম্পানিতে বিনিয়োগকারীদের ১৫৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার ৪৪১ টাকা আটকে যাচ্ছে। এর মধ্যে আলফা টোব্যাকোতে তিন কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা, ইউসুফ ফ্লাওয়ারে ৬৮ লাখ ৭০ হাজার ৭৬৭ টাকা, বিডি প্লান্টে ৬৫ লাখ ৮১ হাজার ১২০ টাকা, হিল প্লান্টে ৩৯ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা, গালফ্ ফুডে চার কোটি চার লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা, মডার্ন ইন্ডাস্ট্রিজে এক কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা আটকে যাচ্ছে। এ ছাড়া নর্দান জুটে এক কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা, কাশেম সিল্কে এক কোটি ৫০ লাখ টাকা, মডার্ন ডায়িংয়ে তিন কোটি ২৯ লাখ ৮৮ হাজার ৯৭৮ টাকা, অলটেঙ্ ইন্ডাস্ট্রিজে ২৫ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকা, আনলিমা ইয়ার্নে সাত কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৪৫৩ টাকা, বাংলা প্রসেসে তিন কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৯৬৮ টাকা, থেরাপিউটিঙ্ েদুই কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৭৯৯ টাকা, অরিয়ন ইনফিউশনে ৩৬ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা, আজাদি প্রিন্টার্সে সাত লাখ ৯৫ হাজার ৯১১ টাকা, বিডি হোটেলে ৩১ লাখ ৮৩ হাজার ২৪৬ টাকা, নিলয় সিমেন্টে ১৪ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৮০০ টাকা, সমতা লেদারে আট কোটি ৬৫ লাখ ২১ হাজার ৮৪৮ টাকা, দি ইঞ্জিনিয়ারে ১৬ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা এবং হিমাদ্রিতে পাঁচ হাজার ৩৩২ টাকা আটকে যাচ্ছে।
0 comments:
Post a Comment