অভিহিত মূল্য পরিবর্তনের অনুমতি পেয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের অনুমতি পেয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ অনুমোদন দিয়েছে। অভিহিত মূল্য পরিবর্তন হলেও কোম্পানিটির শেয়ারের মার্কেট লট বিদ্যমান ৫০টিতেই অপরিবর্তিত থাকবে।
জানা গেছে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ২৩ মে শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এসইসিতে আবেদন জমা দেয়। গত ৫ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি) থেকে সংঘবিধি সংশোধন অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করায় কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে এসইসি।
0 comments:
Post a Comment