DO YOU KNOW?

Making money from stock market is very easy.you can earn some good profit from this market,
If you remember some line-you never lose one taka in this business,
1.try to invest fundamentally strong share.
2.listen rumour -but never blindly follow it.
3.always invest your additional money-never invest your daily maintenance money for quick profit.
4.always invest your money atleast targeting 3 month-never invest for one week,

if you follow 4 rules-you never lose money and will make profit from stock market and don't need any advise

এক্সিম ব্যাংক ও অগ্নি সিস্টেমসের রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কম্পানি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। গতকাল রবিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। কম্পানি দুটি হচ্ছে_এঙ্মি ব্যাংক ও অগ্নি সিস্টেমস। উভয়ই বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। কমিশন সভাশেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এঙ্মি ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যে প্রায় ২২ কোটি ৭৭ লাখ ৪২ হাজার রাইট শেয়ার ছাড়বে। ব্যাংকিং খাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে নির্ধারিত ব্যাসেল-২ বাস্তবায়নে মূলধন বাড়ানোর প্রয়োজনে এঙ্মি ব্যাংক রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড বাজারে প্রায় এক কোটি দুই লাখ ৫৭ হাজার রাইট শেয়ার ছাড়বে। ১০ টাকা প্রিমিয়াম ও ১০ টাকা অভিহিত মূল্যের ভিত্তিতে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
এ ছাড়া ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অধীন মার্চেন্ট ব্যাংকিং বিভাগকে প্রকৃত বা সাবসিডিয়ারি কম্পানিতে পরিণত করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের মার্চেন্ট ব্যাংকিং বিভাগকে আলাদা কম্পানি করতে হবে। এ নিয়ে তিন দফা সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথম দফায় কেন্দ্রীয় ব্যাংক ও এসইসি মার্চেন্ট ব্যাংকিং বিভাগকে আলাদা করার জন্য ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। পরবর্তী দ্বিতীয় দফায় এ সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেসময়ের মধ্যেও ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকিং বিভাগকে আলাদা করতে ব্যর্থ হয়। তাই প্রতিষ্ঠানগুলো পুনরায় সময় বাড়ানোর আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গতকালের কমিশন সভায় এ সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
এসইসি সূত্র জানায়, বর্তমানে পুঁজিবাজারে ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে। এদের মধ্যে গতকাল পর্যন্ত চারটি প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকিং বিভাগকে আলাদা কম্পানি করেছে। সেগুলো হচ্ছে_প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, জনতা ও অগ্রণী ব্যাংক। বাকি ১৪টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে আলাদা কম্পানি গঠনে ব্যর্থ হয়।

0 comments:

About This Blog

blog's content all of my personal view and analysis, i don't responsibility any circumstance

Blog Archive

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP