এ মাসেই ওটিসি থেকে মূল বাজারে ফিরছে ৯ কম্পানি
এ মাসের মধ্যেই ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে পুনরায় মূল বাজারে তালিকাভুক্ত হচ্ছে ৯ কম্পানি। ডিমেটপ্রক্রিয়া সম্পন্ন হলেই এ কম্পানিগুলো বাজারে আসার সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) এ কম্পানিগুলোকে ডিমেটের অনুমোদন দিয়েছে। কম্পানিগুলো হলো_নর্দার্ন জুট, রেনউইক যজ্ঞেস্বর, শ্যামপুর সুগার, জিলবাংলা, বাংলাদেশ সার্ভিসেস, অলটেঙ্ ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, মডার্ন ডাইং ও সমতা লেদার। ডিমেট প্রক্রিয়ায় থাকা এ কম্পানিগুলো আগামী ২৭ অক্টোবর ডিমেটপ্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা গেছে।
এসইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে ডিমেট সম্পন্ন না করায় সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) ২৫টি কম্পানিকে গত ৩০ সেপ্টেম্বর তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠায়। বাজারের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে কাগুজে শেয়ারগুলোকে ওটিসি মার্কেটে পাঠানো হয়। এর মধ্যে ৯টি কম্পানি ডিমেটের ঘোষণা দিলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডিমেট প্রক্রিয়ায় যেতে পারেনি। ফলে এ কম্পানিগুলোও তালিকাচ্যুত হয়েছে। তবে ডিমেট প্রক্রিয়া সম্পন্ন করা হলে ওটিসি থেকে মূল বাজারে আসতে পারবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, 'ডিমেটপ্রক্রিয়া সম্পন্ন করলে এ কম্পানিগুলো বাজারে আসার সুযোগ পাবে। সিডিবিএল প্রক্রিয়া সম্পন্ন করলে আইনের আওতায় এসইসি এদের মূল মার্কেটে আসার সুযোগ দেবে।' এদিকে সিডিবিএল সূত্রে জানা যায়, এসইসির অনুমোদনের পরই এ কম্পানিগুলোর ডিমেটপ্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে সিডিবিএলের প্রধান অর্থ পরিচালক শুভ্র কান্তি চৌধুরী বলেন, 'এসইসির অনুমোদন সাপেক্ষে এ কম্পানিগুলোর ডিমেট কার্যক্রম শুরু হয়েছে। এ মাসের মধ্যেই ডিমেট প্রক্রিয়া সম্পন্ন হবে।' ডিমেটপ্রক্রিয়ায় থাকা কম্পানিগুলো আগামী ২৭ অক্টোবর ডিমেটপ্রক্রিয়া সম্পন্ন করবে। এজন্য ২১ অক্টোবর এ কম্পানিগুলো স্পট মার্কেটে থাকবে। ডিমেট কার্যক্রমের জন্য আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এদের লেনদেন বন্ধ থাকবে।
এ কম্পানিগুলোর মধ্যে মূল বাজারে নর্দার্ন জুটের সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৩০ পয়সায়। এ কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। রেনউইক যজ্ঞেস্বরের সর্বশেষ লেনদেন হয় এক হাজার ৮৪ টাকা ৭৫ পয়সায়। এ কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে দুই কোটি টাকা। শ্যামপুর সুগারের সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ২০ পয়সায়। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে পাঁচ কোটি টাকা। জিলবাংলার সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ১০ পয়সায়। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ছয় কোটি টাকা।
বাংলাদেশ সার্ভিসেসের সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৭০ পয়সায়। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। অলটেঙ্ ইন্ডাস্ট্রিজের সর্বশেষ লেনদেন হয় ২১৬ টাকা ২৫ পয়সায়। এ কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৪৮ কোটি টাকা। আনলিমা ইয়ার্নের সর্বশেষ লেনদেন হয় ৩৩২ টাকা ৭৫ পয়সায়। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। মডার্ন ডাইংয়ের সর্বশেষ লেনদেন হয় ৫১৮ টাকা ৭৫ পয়সা। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। সমতা লেদারের সর্বশেষ লেনদেন হয় ২২১ টাকায়। কম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১০ কোটি ৩২ লাখ টাকা।
0 comments:
Post a Comment