বিশ্ববাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে
বিশ্ববাজারে গত শুক্রবারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রথমবারের মতো এক হাজার ৩০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশের প্রায় ৯০-৯১ হাজার টাকার সমান।
এদিকে সোনার দাম অনুসরণ করেই যেন রুপার দামও গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ সপ্তাহে প্রতি আউন্স রুপার দাম ২১ দশমিক ৪৭ ডলারে উন্নীত হয়।
বিশ্ব অর্থনীতি নিয়ে ফের অনিশ্চয়তা ও সতর্কতা বাড়ানোর পাশাপাশি সোনার দাম নিরূপণের মুদ্রা মার্কিন ডলারের বিনিময়ের হার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ব্যাপক হারে পড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
গত শুক্রবার লন্ডনের বাজারে প্রতি আউন্স সোনা সর্বোচ্চ ১৩০১ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হয়।
এ নিয়ে গত ১০ বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে পাঁচ গুণ হলো। এক দশক আগে ২০০০ সালে প্রতি আউন্স সোনার দাম ছিল ২৮৫ ডলার।
আগের সপ্তাহের শুক্রবার প্রতি আউন্স সোনার দাম ১২৮২ দশমিক ৭৫ ডলারে ওঠে, যা ছিল সেদিন পর্যন্ত সোনার সর্বকালের সর্বোচ্চ দাম। গত সপ্তাহের শুরুর দিকে সোমবার প্রতি আউন্স সোনার দাম ১২৮৫ দশমিক ২০ ডলারে এবং বুধবার ১২৮৯ দশমিক ৪০ ডলারে উন্নীত হয়।
মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকে সে দেশের অর্থনীতির মন্দা থেকে উত্তরণের জন্য আরও প্রণোদনার খবর প্রকাশিত হওয়ায় তাদের শেয়ারবাজারে যেমন ঊর্ধ্বগতি দেখা দেয়, তেমনি ডলারের দরপতনের কারণে সোনার বাজারও যেন লাগামহীন হয়ে ওঠে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্পট বাজারে গত সপ্তাহে অবশ্য প্রতি আউন্স সোনা সর্বোচ্চ ১২৯০ ডলারে কেনাবেচা হয়। বিবিসি অবলম্বনে।
0 comments:
Post a Comment