ধনী হওয়ার সহজ উপায় রাজনীতি: গয়েশ্বর
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে যে অবস্থা চলছে তাতে রাজনীতি করলেই সহজ পদ্ধতিতে ধনী হওয়া যায়। আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ (স্বজাপ) আয়োজিত স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান বিষয়ে জাতীয় ঐক্য শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ৭১ সালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং ইডেন কলেজ ও নিউইয়র্কে হোটেলে মেয়েদের নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে উভয়ের একই শাস্তি হওয়া উচিৎ।
বিএনপিতে এখন স্বার্থবাদিরা অবস্থান করছে বলে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন সময় চেয়ারপার্সনকে সন্তুষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্বদেশ জাগরণ পরিষদের (স্বজাপ) প্রেসিডেন্ট কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বহী কমিটির সদস্য এডভোকেট ফেরদাউস আক্তার ওয়াহিদা, জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মো. রহমাত উল্লাহ প্রমুখ।
source-sheershanews
0 comments:
Post a Comment