শেয়ারবাজারে আসছে জিএমজি এয়ারলাইন্স
বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স এ বছরের নভেম্বরের মধ্যে শেয়ারবাজারে আসছে। এ সময়ের মধ্যে শেয়ারবাজারে আসার জন্য প্রক্রিয়া চলছে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব, ২০০৯ সালে জিএমজি এয়ারলাইন্সের কর্মকাণ্ড, ২০১০ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক বিবরণী ও জিএমজি এয়ারলাইন্সের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কোম্পানিটির চেয়ারম্যান শায়ান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার, পরিচালক ও কে চৌধুরী, লুত্ফর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যান, কোম্পানি সচিব আসাদ উল্লাহ এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মিশেল মরিয়ার্টি উপস্থিত ছিলেন।
কোম্পানির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির পরিচালন রাজস্ব ছিল ২৯০৮.০৭ মিলিয়ন টাকা এবং মোট লাভ ও নিট লাভের পরিমাণ ছিল যথাক্রমে ৬৪৭.০৪ মিলিয়ন টাকা ও ২৩.৩৮ মিলিয়ন টাকা। এ বছরের জুন পর্যন্ত কোম্পানিটির পরিচালন রাজস্ব ছিল ২১৬৫.৬৯ মিলিয়ন টাকা এবং মোট লাভ ও নিট লাভের পরিমাণ ছিল যথাক্রমে ৬৯৮.৬৮ মিলিয়ন টাকা ও ৩৬৮.৭১ মিলিয়ন টাকা এবং ছয় মাসে শেয়ারপ্রতি আয় ছিল ৮.৩৮ টাকা।
জিএমজি এয়ারলাইন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, আধুনিকায়নের অংশ হিসেবে জিএমজি এয়ারলাইন্স খুব শিগগিরই মোবাইল ফোনের মতো যন্ত্র ব্যবহার করে ইলেকট্রনিক টিকিট ব্যবস্থাপনা পদ্ধতি চালু করবে। এছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম (ডিসিএস) পদ্ধতির মাধ্যমে চেক-ইন কিয়স্ক, অনলাইন চেক-ইন, বোর্ডিং কার্ডস এবং মালপত্র ব্যবস্থাপনার কাজও চালু করবে।
0 comments:
Post a Comment